প্রধানমন্ত্রীর সঙ্গে সিলেটের নবনির্বাচিত মেয়রের সৌজন্য সাক্ষাৎ
প্রথম নিউজ, ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেটের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। এসময় প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তিনি।
রোববার (২৫ জুন) সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তিনি সৌজন্য সাক্ষাৎ করেন।
এসময় মেয়রের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন বলে নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র।
গত ২১ জুন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বিপুল ভোটে জয়লাভ করেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৯ হাজার ৯৯১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙল প্রতীকের নজরুল ইসলাম বাবুল পেয়েছেন ৫০ হাজার ৮৬২ ভোট।