প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে মামলায় ঢাবি সাদা দলের উদ্বেগ

শনিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো একটি বিবৃতিতে এই দাবি জানায় সংগঠনটি। এতে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলেরও দাবি জানানো হয়।

প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে মামলায় ঢাবি সাদা দলের উদ্বেগ
প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে মামলায় ঢাবি সাদা দলের উদ্বেগ

প্রথম নিউজ, অনলাইন: দৈনিক প্রথম আলোর সম্পাদকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন সাদা দল। একই সঙ্গে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক,সাভার প্রতিনিধি শামসুজ্জামানকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি। শনিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো একটি বিবৃতিতে এই দাবি জানায় সংগঠনটি। এতে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলেরও দাবি জানানো হয়। সাদা দলের আহবায়ক অধ্যাপক মো. লুৎফর রহমান, যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান এবং অধ্যাপক আবদুস সালাম স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে বর্তমান ক্ষমতাসীন সরকার ভোটাধিকারসহ মানুষের সকল গণতান্ত্রিক অধিকার হরণ করে দেশে এক রকমের ফ্যাসিবাদী স্বৈরশাসন প্রতিষ্ঠা করেছে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকারের ভিন্নমত দমনের অপচেষ্টা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। হামলা-মামলাসহ নানা রকম নিপীড়ন নির্যাতনের মাধ্যমে জনগণের প্রতিবাদের ভাষা রুদ্ধ করা হচ্ছে। 

বিবৃতিতে আরো বলা হয়, বর্তমান সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করে না। তাই গণমাধ্যমের স্বাধীনতা হরণের লক্ষ্যেই ডিজিটাল নিরাপত্তা আইনসহ নানা রকমের নিবর্তনমূলক আইন প্রণয়ন করা হয়েছে এবং হচ্ছে। আর এসব আইনের জেরে সংবাদপত্র ও সাংবাদিকদের মতপ্রকাশের স্বাধীনতা মারাত্মকভাবে সংকুচিত করে ফেলা হয়েছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: