প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নিখোঁজ ২ কিশোরের মরদেহ উদ্ধার

১৬ ঘণ্টার অভিযান শেষে আজ বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে মরদেহ দুটি উদ্ধার করে ফায়ার সার্ভিস।

প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নিখোঁজ ২ কিশোরের মরদেহ উদ্ধার

প্রথম নিউজ,জয়পুরহাট:  জয়পুরহাটে প্রতিমা বির্সজন দিতে গিয়ে নদীতে পড়ে নিখোঁজ দুই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। ১৬ ঘণ্টার অভিযান শেষে আজ বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে মরদেহ দুটি উদ্ধার করে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার দুপুরে সদর উপজেলার ছোট যমুনা নদীর চকশ্যাম এলাকায় এ ঘটনা ঘটে। প্রথমে জয়পুরহাট ফায়ার সার্ভিস ও পরে রাজশাহী থেকে ডুবুরি দল এসে গভীর রাত পর্যন্ত অভিযান চালায়। বৃহস্পতিবার সকাল ৭টায় উদ্ধার আবার অভিযানে নামে তারা।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ছোট যমুনা নদীতে কালী পূজার পুরনো প্রতিমা বির্সজন দিতে যান কয়েক জন ব্যক্তি। সে সময় পৌর এলাকার শান্তিনগর মহল্লার পরেশ চন্দ্রের ছেলে তন্ময় (১৬) এবং বিশ্বনাথের ছেলে সঞ্জিত (২৫) প্রতিমার সঙ্গে নদীতে পড়ে যায়। নদীতে প্রবল স্রোত ও গভীরতা বেশি হওয়ায় তারা আর কিনারে উঠতে পারেনি। দুজনই ডুবে যায়। তাদের না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

জয়পুরহাট  সদর থানার এসআই মামুনুর রশিদ বলেন, ‘চকশ্যাম ছোট যমুনা নদীতে পড়ে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়। সেখান থেকে সুরতহাল শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom