প্রগ্রেসিভ লাইফে চেয়ারম্যান নির্বাচিত, রিং সাইনের এমডি নিয়োগ
প্রথম নিউজ, ঢাকা : পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা কোম্পানি প্রগ্রেসিভ লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত করেছে প্রতিষ্ঠানটির পর্ষদ। অপরদিকের বস্ত্র খাতের কোম্পানি রিং শাইন টেক্সটাইল লিমিটেডের পর্ষদ ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিয়েছে।
সোমবার (২৮ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য মতে, বিমা কোম্পানি প্রগ্রেসিভ লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান হিসেবে কোম্পানির পর্ষদ বিগ্রেডিয়ার জেনারেল জাকির হোসেন (অব.) এবং বজলুর রশিদকে ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়েছে।
এদিকে, বস্ত্র খাতের কোম্পানিটির পর্ষদ সুং ওয়েন লি অ্যাঞ্জেলাকে এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। যা আজ মঙ্গলবার থেকে কার্যকর করা হবে।