পাকিস্তানে বোমা হামলায় ট্রেনের ৮ বগি লাইনচ্যুত, আহত ১৫

পাকিস্তানে বোমা বিস্ফোরণে একটি ট্রেনের ৮টি বগি লাইনচ্যুত হয়েছে

পাকিস্তানে বোমা হামলায় ট্রেনের ৮ বগি লাইনচ্যুত, আহত ১৫
পাকিস্তানে বোমা হামলায় ট্রেনের ৮ বগি লাইনচ্যুত, আহত ১৫

প্রথম নিউজ, ডেস্ক : পাকিস্তানে বোমা বিস্ফোরণে একটি ট্রেনের ৮টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার দেশটির বেলুচিস্তান প্রদেশে এ ঘটনা ঘটে। খবর আলজাজিরার ও রয়টার্সের। 

দেশটির স্থানীয় প্রশাসন জানিয়েছে, হামলার শিকার ট্রেনটি খাইবার পাখতুনখাওয়া প্রদেশের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বোলান জেলা পাড়ি দেওয়ার সময় হয় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে লাইনচ্যুত হয়ে উল্টে যায় ট্রেনের ইঞ্জিনসহ ৮টি বগি।

এদিকে ঘটনার পর পরই উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস। তবে ঘটনাস্থল প্রত্যন্ত পাহাড়ি এলাকা হওয়ায় অভিযানে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছেন উদ্ধারকারীরা। এদিকে এ হামলার দায় স্বীকার করেছে অঞ্চলটির বিচ্ছিন্নতাবাদীরা।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: