পাকুন্দিয়ায় ফুল দেওয়া নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

আজ বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে পাকুন্দিয়া পৌর সদর বাজারে এ ঘটনা ঘটে। 

পাকুন্দিয়ায় ফুল দেওয়া নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ
ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ

প্রথম নিউজ, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জেলহত্যা দিবসে ফুল দেওয়া নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে পাকুন্দিয়া পৌর সদর বাজারে এ ঘটনা ঘটে। 

আধা ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে দুই পক্ষের বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ সদর সার্কেলর অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন হোসাইন। 

বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে জেলার আওয়ামী লীগের অফিসে জেলহত্যা দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর‍্যালে ফুল দেওয়ার জন্য উপজেলা ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি নাজমুল আলমের নেতৃত্বে জড়ো হয় নতুন কমিটির সদস্যেরা। এসময় পদবঞ্চিতরা তাদেরকে ধাওয়া করলে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে এ সংঘর্ষে আওয়ামী লীগ ও যুবলীগের সদস্যেরাও যোগ দিয়ে ছাত্রলীগের নতুন কমিটির সদস্যদের ধাওয়া করে। এসময় ধাওয়া পাল্টা ধাওয়ায় দুই পক্ষের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন হোসাইন জানান, বর্তমানে পাকুন্দিয়া বাজারে পরিস্থিতি শান্ত রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom