নায়ক থেকে এবার গায়কের ভূমিকায় সালমান!

‘কিসি কা ভাই, কিসি কি জান’ ছবিতে গানও গাইতে চলেছেন সালমান। ছবির অ্যালবামে থাকছে ‘নাইয়ো লগদা’ গানের অন্য একটি ভার্সন।

নায়ক থেকে এবার গায়কের ভূমিকায় সালমান!
নায়ক থেকে এবার গায়কের ভূমিকায় সালমান!
প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: এবারের ঈদে নতুন ছবি নিয়ে ফিরছেন সালমান খান। ছবিতে শুধু অভিনয়ই নয়, থাকছে ভাইজানের কণ্ঠে গানও। বছর কয়েক পর বড়পর্দায় ফিরছেন সালমান খান। এ বছরের ঈদে মুক্তি পেতে যাচ্ছে ‘ভাইজান’-এর নতুন ছবি— ‘কিসি কা ভাই, কিসি কি জান’। ইতোমধ্যে ‘পাঠান’ ছবিতে কয়েকটি দৃশ্যে শাহরুখ খানের সঙ্গে তার যুগলবন্দি নজর কেড়েছে দর্শকদের। দুই মহাতারকাকে পর্দায় এক ফ্রেমে দেখতে পাওয়া অনুরাগীদের কাছে কম বড় পাওনা নয়।

ঈদ উপলক্ষ্যে অনুরাগীদের জন্য আরও এক চমক নিয়ে আসছেন ভাইজান। ‘কিসি কা ভাই, কিসি কি জান’ ছবিতে গানও গাইতে চলেছেন সালমান। ছবির অ্যালবামে থাকছে ‘নাইয়ো লগদা’ গানের অন্য একটি ভার্সন। সেই সংস্করণটি গাইবেন স্বয়ং সালমান। সেই গানে সুর করবেন হিমেশ রেশমিয়া। অবশ্য, সালমানের কণ্ঠে গান এই প্রথম নয়; এর আগে বেশ কয়েকটি ছবিতে তাকে শ্রোতারা গায়কের ভূমিকায় দেখেছেন।

২০১৪ সালে মুক্তি পাওয়া ‘কিক’ ছবিতে ‘হ্যাংওভার’ গানটি গেয়েছিলেন তিনি। তার পরের বছর নিজের প্রযোজিত ‘হিরো’ ছবিতে টাইটেল ট্র্যাকের একটি ভার্সনে শোনা যায় সালমানের কণ্ঠ। ছবিতে আরমান মালিকের গাওয়া গানটির পাশাপাশি জনপ্রিয় হয়েছিল সালমানের গাওয়া গানের ভার্সনও। গানের প্রতি তার বরাবরই ভালোলাগা কাজ করে। সংগীতশিল্পী লতা মুঙ্গেশকরের প্রয়াণের পরে তারই একটি গানের কয়েক কলি গেয়ে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন অভিনেতা।

এখনই এই গান নিয়ে বিশেষ কোনো তথ্য দিতে নারাজ ছবির নির্মাতারা। ঈদের আগে অনুরাগীদের চমকে দিতে চান সালমান। তাই ছবি মুক্তির আগেই তার গাওয়া গানটি প্রকাশ্যে আনার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: