নাসিকের ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহীন কারাগারে

রোববার (১১ জুন) দুপুরে জামিন আবেদন করলে শুনানি শেষে তা নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন জেলা ও দায়রা জজ আস শামস্ জগলুল হোসেন।

নাসিকের ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহীন কারাগারে

প্রথম নিউজ, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের বন্দর থানার একটি হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহীন মিয়াকে কারাগারে পাঠিয়েছে আদালত। রোববার (১১ জুন) দুপুরে জামিন আবেদন করলে শুনানি শেষে তা নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন জেলা ও দায়রা জজ আস শামস্ জগলুল হোসেন। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান। তিনি বলেন, হত্যা মামলার এজাহার ভুক্ত শাহীন মিয়া উচ্চ আদালত থেকে আগাম জামিনে ছিলেন। রোববার জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পন করে জামিন আবেদন করলে শুনানি শেষে আদালত তা নামঞ্জুর করে অভিযুক্তকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

গত ৩ এপ্রিল সন্ধ্যায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বন্দর অঞ্চলের রূপালী আবাসিক এলাকায় নিজের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে কুপিয়ে খুন করা হয় মেরাজুল ইসলাম নামে এক যুবককে। ওই ঘটনায দায়েরকৃত মামলায় আসামী ছিলেন কাউন্সিলর শাহীন মিয়া।