নাারায়ণগঞ্জে ভুয়া ডাক্তার গ্রেপ্তার এক বছরের জেল

গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসআই) নগরের চাষাঢ়ায় গ্রীন লাইফ ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে অভিযান চালায়।

নাারায়ণগঞ্জে ভুয়া ডাক্তার গ্রেপ্তার এক বছরের জেল

প্রথম নিউজ, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ শহরের একটি ডায়াগনেস্টিক সেন্টারে অভিযান চালিয়ে সাইদুল ইসলাম নামে এক ভুয়া চিকিৎসককে আটক করে এক বছরের সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত। রোববার (১১ জুন) দুপুরে চাষাঢ়ায় গ্রীন লাইফ এন্ড ডায়াগনস্টিক কনসালটেশন সেন্টারে গোয়েন্দা সংস্থা জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসআই) কর্মকর্তারা। পরে ভ্রাম্যমান আদালতের নিবাৃহী ম্যাজিস্ট্রেট নুসরাত আরা খানম ওই ভুয়া চিকিৎসককে ১ বছরের সাজা ও ডায়াগনোস্টিক স্টোরটিকে ৫০ হাজার টাকা জরিমানা করে। গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসআই) নগরের চাষাঢ়ায় গ্রীন লাইফ ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে অভিযান চালায়। ডায়াগনস্টিক সেন্টারের ৬ নম্বর কক্ষে চর্ম ও যৌন বিষয়ক ডাক্তার মো. সাইদুল ইসলামকে চিকিৎসা দেওয়ার সময় হাতেনাতে আটক করা হয়। তার কাছে ডাক্তার হওয়ার বিভিন্ন কাগজপত্র দেখতে চাইলে তিনি তা দেখাতে না পারলেও প্র্যাকটিস করার কথা স্বীকার করেন।

পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত আরা খানমের নেতৃত্ব ভ্রাম্যমাণ আদালত ভুয়া চিকিৎসক প্রমাণিত হওয়া তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। সেই সঙ্গে গ্রীন লাইফ ডায়াগনস্টিক সেন্টারকে ডাক্তার ও নার্সদের বায়োডাটা সংরক্ষণ না করার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। নারায়ণগঞ্জের সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার একেএম মেহেদী হাসান বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে বিশেষ অভিযানে গ্রীন লাইফ ডায়াগনস্টিক কনসালটেশন সেন্টারে অভিযান পরিচালনা করে ভূয়া (এমবিবিএস) ডাক্তার সাইদুল ইসলামকে আটক করা হয়। কোন কাগজপত্র যাচাই ছাড়া চর্ম ও যৌন বিভাগে তাকে নিয়োগ দেয় কর্তৃপক্ষ। আটককৃত সাইদুল নিজে ভুয়া ডাক্তার বলে স্বীকার করেন। তাকে ১ বছরের সাজা ও  ডায়াগণেস্টিক সেন্টারকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।