নরসিংদীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৯টার দিকে পাসপোর্ট ও ইমিগ্রেশন অফিসের সামনে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান ও নরসিংদীগামী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
প্রথম নিউজ, অনলাইন: নরসিংদীতে কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চার জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। শনিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বাসাইল এলাকায় আঞ্চলিক পাসপোর্ট ও ইমিগ্রেশন অফিসের সামনে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন—তানজিনা আক্তার (২৪), সাবিহা আক্তার (১৪), কামরুন্নাহার (৩৫) ও সাজিদ মিয়া (১২)। তারা সবাই জেলার রায়পুরা উপজেলার চরশুবুদ্দির বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৯টার দিকে পাসপোর্ট ও ইমিগ্রেশন অফিসের সামনে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান ও নরসিংদীগামী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয়। নিহতরা ঢাকার এক আত্মীয়ের বাড়ি থেকে ফিরছিলেন।
নরসিংদী সদরের ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. রায়হান আহমেদ বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেই।’