নারায়ণগঞ্জে সেবাইতদের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়

নারায়ণগঞ্জে সেবাইতদের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়

প্রথম নিউজ, অনলাইন:    নারায়ণগঞ্জ সত্য ধাম মন্দির মিলনায়তনে ধর্মীয় ও আর্থ- সামাজিক  প্রেক্ষাপটে  পুরোহিত ও সেবায়দদের দক্ষতা বৃদ্ধি করুন প্রকল্প (২য় পর্যায়) ২য় সংশোধিত এর আওতায় সেবাইতদের মূল্যবোধ,গৃহপালিত পশুপালন ও মৎস চাষ এবং কৃষি ও বনায়ন বিষয়ে ৯দিনের এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। উক্ত প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন  সম্মানিত ট্রাস্টি সন্তোষ দাশগুপ্ত(অমিত)হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।  প্রধান অতিথির আসন অলংকৃত করেন নারায়ণগঞ্জের  সন্মানিত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া এবং সভাপতিত্ব করেন শ্রী প্রণতি রাণী দাস,প্রকল্প পরিচালক, ধর্মীয় ও আর্থ-সমাজিক ও সেবাইদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্প ২য় পর্যায়। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্যামল কুমার চক্রবর্তী, সহ-কারি প্রকল্প পরিচালক ও পিংকি পাল,জুনিয়র কনসালটেন্ট।  উক্ত কর্মশালায় ৩৫ জন সেবাইত অংশগ্রহণ করেন।।