নির্বাচন না করে ভারতে যাচ্ছেন পরীমনি!
চিত্রনায়িকা পরীমনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়
প্রথম নিউজ, ডেস্ক : চিত্রনায়িকা পরীমনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।
কিন্তু নির্বাচন থেকে পরীমনির সরে দাঁড়ানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন শিল্পী সমিতির নির্বাচন কমিশনের সদস্য জাহিদ হোসেন।
এদিকে পরীমনি জানিয়েছেন, নির্বাচনে অংশ না নিয়ে তিনি ভারতে যাচ্ছেন। সেখানে অনাগত সন্তানের সুরক্ষায় চিকিৎসা নেবেন।
শনিবার দুপুরে সাংবাদিকদের পরীমনি বলেন, আমার অনাগত সন্তানের জন্মের আগে আমি কোনো ধরনের ঝুঁকি নিতে চাই না। চিকিৎসক আমাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন। নির্বাচন করার সময় ও শ্রম এ মুহূর্তে আমি দিতে পারছি না। নির্বাচন না করাটাই আমার জন্য উত্তম। এ ছাড়া নির্বাচনের আগেই আমার ট্রিটমেন্টের জন্য ভারতে যেতে হবে। আমার স্বামী রাজও চায় না আমি এ অবস্থায় নির্বাচনে অংশ নিই। তাই সব মিলিয়ে আমি নিজের ইচ্ছায় নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।
বিধি অনুযায়ী পরীমনিকে নির্বাচনে অংশ নিতেই হবে বলে জানিয়েছেন অভিনেতা সাইমন সাদিক।
তিনি বলেন, পরীমনি যখন আমাকে ফোন দিয়ে বলেন যে, তিনি অসুস্থ, তাই তাকে কলকাতা যেতে হবে চিকিৎসার জন্য। সে জন্য এ নির্বাচন থেকে সরে দাঁড়াতে চান। তখনই আমি শিল্পী সমিতির নির্বাচন কমিশনারের কাছে এসে বলি; কিন্তু তখন আর সময় ছিল না প্রত্যাহার করার। তাই প্রত্যাহার হয়নি।
প্রসঙ্গত, গত মঙ্গলবার রাতে ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেলে কার্যকরী সদস্য পদে প্রার্থী হিসেবে সই করেন পরীমনি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: