নির্বাচনের আগে ময়লার ট্রাক চালালেন ট্রাম্প, বাইডেন-কমলাকে কটাক্ষ

 নির্বাচনের আগে ময়লার ট্রাক চালালেন ট্রাম্প, বাইডেন-কমলাকে কটাক্ষ

প্রথম নিউজ, ডেস্ক : যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে বিতর্কের ঝড় উঠেছে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের মধ্যে। তাদের এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি ট্রাম্পের সমর্থকদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন বলে অভিযোগ উঠেছে। এর প্রেক্ষিতে এক অভিনব কৌশলে প্রতিপক্ষকে জবাব দিলেন ট্রাম্প। একটি গারবেজ ট্রাক চালিয়ে তিনি অভিযোগ করেছেন, বাইডেন ও কমলা হ্যারিস ‘মার্কিন জনগণকে ঘৃণা করেন’।

গত বুধবার (৩০ অক্টোবর) উইসকনসিনে ট্রাম্পের এই গারবেজ ট্রাক চালানোর ঘটনা বেশ আলোচিত হয়েছে। তিনি গাড়ির ভেতর থেকে বলেন, এটি কমলা ও বাইডেনের সম্মানে করা হয়েছে।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বলেন, আপনি যদি মার্কিন জনগণকে ঘৃণা করেন, তাহলে প্রেসিডেন্ট হতে পারবেন না। আমার ধারণা, তারা (বাইডেন-কমলা) সেটাই করেন।

প্রসঙ্গত, এই বিতর্কের সূত্রপাত হয় সপ্তাহান্তে রিপাবলিকানদের একটি নির্বাচনী সমাবেশ থেকে। সেখানে একজন বক্তা পুয়ের্তো রিকোকে ‘ভাসমান আবর্জনার দ্বীপ’ বলে মন্তব্য করেন।

এর পরিপ্রেক্ষিতে বাইডেনের মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দেয়। তিনি বলেন, আমি একমাত্র যে ময়লা ভাসতে দেখছি, তা হলো তার (ট্রাম্প) সমর্থকরা।

তার এই মন্তব্যে ফুঁসে ওঠে ট্রাম্প-সমর্থকরা। পরে এ বিষয়ে হোয়াইট হাউজ এক বিবৃতিতে জানায়, বাইডেন ময়লা বলতে ট্রাম্পের বক্তব্যকে বোঝাতে চেয়েছিলেন, তার সমর্থকদের নয়।

অবশ্য এর মধ্যে রিপাবলিকানদের ওপর পাল্টা আক্রমণও থেমে থাকেনি ডেমোক্র্যাটদের। লিঙ্কন প্রজেক্ট নামে একটি ট্রাম্প-বিরোধী গ্রুপের শেয়ার করা ভিডিওতে দেখা যায়, গত ৭ সেপ্টেম্বর উইসকনসিনে এক সমাবেশে ট্রাম্প নিজেই কমলার সমর্থকদের ‘আবর্জনা’ বলে আখ্যায়িত করেছিলেন।

বর্তমানে কমলা হ্যারিস মিসৌরি, পেনসিলভেনিয়া ও উইসকনসিনে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। এক সমাবেশে তিনি বলেন, মানুষ এখন ক্লান্ত। দোষারোপের রাজনীতি বন্ধ করার সময় এসেছে।

জমজমাট এই নির্বাচনী প্রচারণার মধ্যেই মার্কিন ভোটাররা আগাম ভোটে ব্যাপক সাড়া দিচ্ছেন। এরই মধ্যে ৫ কোটি ৭০ লাখের বেশি ভোট আগাম বা ডাকযোগে প্রদান করা হয়েছে, যা ২০২০ সালের মোট ভোটের এক-তৃতীয়াংশেরও বেশি।