নোবেলের প্রাক্তন স্ত্রীকে হত্যা-গুমের হুমকি
প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: গায়ক নোবেলকে ডিভোর্স দিয়েছেন তার স্ত্রী সালসাবিল মাহমুদ। তারপর থেকে হত্যা-গুমের হুমকি পাচ্ছেন সালসাবিল। সম্প্রতি ফেসবুক স্ট্যাটাসে সালসাবিল বলেন, ২৪ ঘণ্টায় ক্ষমতাধর ড্রাগ মাফিয়াদের থেকে শ’ খানেক ফোন কল। আমাকে গুম করা তাদের ২ মিনিটেরও বিষয় না। ফোন কলে হুমকিদাতারা বলেন, ব্যক্তিগত বিষয় পর্যন্ত ঠিক ছিল, এর বেশি তুমি কেন কথা বলতে গেলা?