‘পিকচার পারফেক্ট’ নামে কর্মশালা করতে যাচ্ছেন পিয়া
জনপ্রিয় মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল। মডেলিং ও অভিনয়ের সঙ্গে তিনি আইন পেশা নিয়েও সমান ব্যস্ত। এবার আরও একটি ভিন্ন উদ্যোগ নিয়ে আসছেন তিনি।
প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: জনপ্রিয় মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল। মডেলিং ও অভিনয়ের সঙ্গে তিনি আইন পেশা নিয়েও সমান ব্যস্ত। এবার আরও একটি ভিন্ন উদ্যোগ নিয়ে আসছেন তিনি। ‘পিকচার পারফেক্ট’ নামে একটি কর্মশালার আয়োজন করতে যাচ্ছেন পিয়া। জানা গেছে, আগামী ১৯-২০শে মে অনুষ্ঠিত হতে যাওয়া এই কর্মশালার মূল লক্ষ্য থাকবে গ্রুমিং। পিয়া জান্নাতুল বলেন, এবারই প্রথম এমন কোনো কর্মশালার আয়োজন করতে যাচ্ছি। আগামী ১৯-২০শে মে তেজগাঁওয়ে প্রাথমিকভাবে যে কর্মশালার আয়োজন করা হচ্ছে, সেখানে শুধুমাত্র মডেলদের গ্রুমিং করা হবে। আমাদের দেশে দেখা যায় মডেলদের স্ট্রাগলিং সময়টা দীর্ঘ হয়। তাই তাদের জন্য ১৯ ও ২০শে মে দু’দিন বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, এমন অনেক মানুষ আছেন যারা চাকরি করছেন কিন্তু প্রমোশন হচ্ছে না। কেউ হয়তো চাকরিই পাচ্ছেন না কমিউনিকেশন স্কিলের কারণে।
কোথায়, কীভাবে কথা বলতে হয় সেটা বুঝছেন না। পারসোনাল নানা রকম ডেভেলপমেন্টের অভাব, সেগুলো নিয়েও কাজ করার পরিকল্পনা রয়েছে। এটা নিয়ে পরে সারা দেশে কাজ করার ইচ্ছা আছে। প্রথমদিকে কাউকে ওভাবে বলছি না, শুরুটা দেখতে চাই। তারপর খণ্ডকালীন কোর্স চালু করবো। যেখানে পরামর্শ দেবেন মিডিয়া ব্যক্তিত্ব ও বিশেষজ্ঞরা।