নতুন সিনেমায় গাইলেন মমতাজ
শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ পুত্র শেখ রাসেলকে নিয়ে তৈরি হচ্ছে ‘রাসেলের জন্য অপেক্ষা’ চলচ্চিত্র
প্রথম নিউজ, ডেস্ক : শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ পুত্র শেখ রাসেলকে নিয়ে তৈরি হচ্ছে ‘রাসেলের জন্য অপেক্ষা’ চলচ্চিত্র। সেলিনা হোসেনের গল্প অবলম্বনে ছবিটি নির্মাণ করছেন নূরে আলম। এটি সরকারি অনুদানে নির্মিত হচ্ছে।
এ ছবিতে একটি গানে কণ্ঠ দিয়েছেন ফোকসম্রাজ্ঞী মমতাজ বেগম। তিনি নিজেই এই তথ্য জানিয়েছেন। মমতাজ জানান, গানের শিরোনাম ‘ঝলমলে আকাশ যেমন আধারে ঢেকে যায়’। এ গানের কথা লিখেছেন হাসান মতিউর রহমান। ইমন সাহার সুরে গানটির সাউন্ড ইন্জিনিয়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন আজম বাবু।
সম্প্রতি গানটির রেকর্ডিংয়ে অংশ নিয়েছেন মমতাজ। ‘রাসেলের জন্য অপেক্ষা’ ছবিতে অভিনয়ের জন্য ইতিমধ্যেই চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়ক ফেরদৌস। এদিকে গতকাল আর্মি স্টেডিয়ামে এক কনসার্টে অংশ নিয়েছেন মমতাজ। বাংলাদেশ সেনাবাহিনীর সুবর্ণজয়ন্তী উপলক্ষে এই আয়োজনে গান পরিবেশন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই শিল্পী।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: