নাজিরপুর উপজেলা বিএনপির কমিটি গঠন

পিরোজপুরের নাজিরপুর উপজেলা বিএনপির কমিটি গঠন করা হয়েছে

নাজিরপুর উপজেলা বিএনপির কমিটি গঠন
নাজিরপুর উপজেলা বিএনপির কমিটি গঠন

প্রথম নিউজ, পিরোজপুর:  পিরোজপুরের নাজিরপুর উপজেলা বিএনপির কমিটি গঠন করা হয়েছে। নতুন ঘোষিত ওই কমিটিতে অ্যাডভোকেট মো. মিজানুর রহমান দুলালকে আহ্বায়ক ও মো. আবু হাসান খানকে সদস্যসচিব ঘোষণা করা হয়েছে।  সোমবার রাতে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন ও সদস্যসচিব মো. অহিদুজ্জামান লাভলু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ওই কমিটি ঘোষণা করা হয়েছে। 

এ ছাড়া ঘোষিত কমিটিতে মো. রেজাউল করিম লিটন, মো. রফিকুল ইসলাম, মো. জহিরুল ইসলাম বাদল, মো. ইয়াহিয়া খান, মো. আসাদুজ্জামান টিপু হাজরা, মো. সফিকুল ইসলাম সাফিক, মো. আলমগীর হোসেন খান ও  মো. তৌহিদুল ইসলাম হাওলাদারকে যুগ্ম আহ্বায়ক এবং মো. নজরুল খান, মো. হিরুয়ার রহমান মোল্লা, এম আনোয়ারুল ইসলাম পলাশ, শফিকুল ইসলাম মানিক ও মিজানুল হক লিটনকে সদস্য করে ১৫ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। 

জেলা বিএনপির সদস্যসচিব মো. অহিদুজ্জামান লাভলু বলেন, এর আগে গত ৫ বছর ধরে ওই উপজেলায় চার সদস্যবিশিষ্ট গঠিত কমিটি রয়েছে। ওই কমিটির  মেয়াদোত্তীর্ণ হওয়ায় এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, গত ৫ বছর আগে ওই উপজেলা বিএনপির সভাপতির পদ ছাড়া সাধারণ  সম্পাদক ও দুটি সাংগঠনিক সম্পাদক পদে সম্মেলনের মাধ্যমে নির্বাচিত করা হয়। কিন্তু গত পাঁচ বছরেও তারা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে পারেনি। এতে  নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: