নিখোঁজের ৫ দিন পর ঝোপে মিললো মরদেহ
প্রথম নিউজ,গাজীপুর: গাজীপুরের বাংলাদেশ মেশিন টুলস্ ফ্যাক্টরির কর্মচারী ও অবসরপ্রাপ্ত সেনা সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি পাঁচদিন ধরে নিখোঁজ ছিলেন। আজ রোববার সকালে গাজীপুর মহানগরীর মফিজ উদ্দিন খান উচ্চ বিদ্যালয়ের সামনে রেললাইন সংলগ্ন ঝোপের ভেতর মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
নিখোঁজ আব্দুর বারী (৪৬) চাঁপাইনবাবগঞ্জ জেলার গোপীনাথপুর গ্রামের মৃত ডাক্তার শাকুরের ছেলে। তিনি গাজীপুর মহানগরের সদর থানাধীন দক্ষিণ চতর এলাকায় পরিবার নিয়ে থাকতেন। তিনি ৩ জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন বলে জানিয়েছেন তার স্ত্রী জোসনেয়ারা পারভীন। নিখোঁজের বিষয়ে তিনি ওইদিনই জিএমপি মেট্রো সদর থানায় সাধারণ ডায়েরি করেন।
জোসনেয়ারা পারভীন জানান, ৩ জানুয়ারি সকালে খেজুর রস আনতে চাপুলিয়া বাজার যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়। এরপর সে বাড়ি ফেরেনি। পরে তার ব্যবহৃত মোবাইলও বন্ধ পাওয়া গেলে থানায় সাধারণ ডায়েরি করা হয়। ডায়েরিটি অপহরণ হিসেবে নথিভুক্ত হয়।
গাজীপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. রাফিউল হক বলেন, মরদেহ পড়ে থাকার খবরে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে আব্দুল রাবীর স্বজন এসে মরদেহ শনাক্ত করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: