ধারের টাকা না পেয়ে প্রবাসফেরত নারীকে শ্বাসরোধে হত্যা
প্রথম নিউজ, রাজবাড়ী : রাজবাড়ীর কালুখালীতে ধারের টাকা না পেয়ে ফাহিমা (৪১) নামে প্রবাসফেরত এক নারীতে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ আব্দুর রহিম মন্ডল (৫৬) নামে হত্যার মূল পরিকল্পনাকারীকে গ্রেফতার করে।
বুধবার (১৮ অক্টোবর) দুপুরে রাজবাড়ী পুলিশ সুপারের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) রেজাউল করিম।
তিনি বলেন, ৫ অক্টোবর সন্ধ্যায় কালুখালী উপজেলার কাওয়াখোলা গ্রামের বাবু শিকদারের ধান ক্ষেতের ভেতর থেকে অজ্ঞাতনামা নারীর অর্ধগলিত মরদেহ দেখে স্থানীয়রা ৯৯৯ নম্বরে কল দেন। কালুখালী থানার সদস্যরা মরদেহ উদ্ধার করেন। পুলিশ বাদী হয়ে ৭ অক্টোবর হত্যা মামলা করে। ঘটনায় জড়িত রহিম মন্ডলকে মঙ্গলবার দুপুরে কালুখালী থানার বড়ইচারা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
Jagonews24 Google News Channelজাগোনিউজের খবর পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেল।
অতিরিক্ত পুলিশ সুপার আও বলেন, আসামি রহিম পুলিশের কাছে স্বীকার করেন অর্ধগলিত মরদেহটি ফাহিমার। তারা তিন বছর আগে একসঙ্গে কাতারে ছিল। কাতারে থাকা অবস্থায় ফাহিমা তার কাছ থেকে ২ লাখ ১০ হাজার টাকা ধার নেন। দুজনই দেশে আসার পর তাদের মধ্যে যোগাযোগ ছিল। কিন্তু ফাহিমা পাওনা টাকা দিতে টাল-বাহানা করায় রহিম ক্ষিপ্ত হয়ে হত্যার পরিকল্পনা করেন। বিয়ের কথা বলে রহিম ৩০ সেপ্টেম্বর রাতে ফাহিমাকে ভাঙ্গা থেকে কালুখালী ডেকে আনেন। একটি ধানক্ষেতে নিয়ে ওড়না গলায় পেঁচিয়ে ফাহিমাকে শ্বাসরোধে হত্যা করেন।