ধুনটে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

বুধবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার শৈলমারী গ্রামে এ ঘটনা ঘটে। সুলতান আলী উপজেলার এলাঙ্গী ইউনিয়নের শৈলমারি গ্রামের আলতাব আলীর ছেলে।

ধুনটে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

প্রথম নিউজ, বগুড়া: বগুড়ার ধুনটে রনজু হত্যা মামলার প্রধান আসামি সুলতান আলীকে (৩২) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার শৈলমারী গ্রামে এ ঘটনা ঘটে। সুলতান আলী উপজেলার এলাঙ্গী ইউনিয়নের শৈলমারি গ্রামের আলতাব আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় সুলতান আলী বাড়ি থেকে ৪০০ মিটার দূরের জলাশয়ের মাছ শিকারে যান। এসময় দুর্বৃত্তরা কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যান। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে।

এর আগে ২০২০ সালের ৩১ জানুয়ারি সন্ধ্যায় কৃষক রনজু মিয়াকে কুপিয়ে হত্যা করে সুলতানসহ তার সহযোগীরা। পরে রনজুর স্ত্রী শিরিনা খাতুন বাদী হয়ে মামলা দায়ের করে। ওই মামলার প্রধান আসামি সুলতান আলী। একই বছরের ২১ নভেম্বর থানা পুলিশ অভিযান চালিয়ে ঢাকার কাফরুল থানা এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করে কারাগারে পাঠায়। পরে তিনি জামিনে বেরিয়ে আসেন।

ধুনট থানার পরিদর্শক (তদন্ত) রাজ্জাকুল ইসলাম বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে জানা যায়নি। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom