দেশে কোনো গণতান্ত্রিক স্পেস নেই: মির্জা ফখরুল

রোববার রাজধানীর গুলশানের একটি হোটেলে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আয়োজিত এক কর্মশালায় তিনি এসব কথা বলেন। 

দেশে কোনো গণতান্ত্রিক স্পেস নেই: মির্জা ফখরুল

প্রথম নিউজ, অনলাইন: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশে এখন কোনো গণতান্ত্রিক স্পেস নেই, আইনের শাসন নেই। রাজনীতি করার কোনো সুযোগ নেই, জনগণের ভোটের অধিকার নেই। বিএনপি জনগনের অধিকার ফিরিয়ে আনার জন্য লড়াই-সংগ্রাম করছে। রোববার রাজধানীর গুলশানের একটি হোটেলে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আয়োজিত এক কর্মশালায় তিনি এসব কথা বলেন। 

নেতৃত্ব উন্নয়ন ও গণতান্ত্রিক চর্চা প্রাতিষ্ঠানিকীকরণের জন্য নেতা-কর্মীদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে গত বছরের আগস্টে বিএনপি ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মধ্যে দুই বছরমেয়াদী সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর আলোকে প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধিকরণ বিষয়ে কৌশলগত ও কর্মপরিকল্পনা গ্রহণে একটি গাইডলাইন তৈরি করা হচ্ছে। সে লক্ষ্যে এই কর্মশালাটি আয়োজন করে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল।  দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় উদ্বোধনী অধিবেশনে মির্জা ফখরুল ইসলাম এবং  সমাপনী অধিবেশনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বক্তব্য দেন।

কর্মশালায় মির্জা ফখরুল ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের উদ্দেশে বলেন, আপনারা সারা বিশ্বে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য কাজ করছেন। এর অংশ হিসেবে রাজনৈতিক দলগুলোকে শক্তিশালী করতে প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেন। সেই প্রশিক্ষণের ফলে আমরা যা অর্জন করছি- সেটা ততক্ষণ পর্যন্ত বাস্তবায়ন করতে পারব না, যতক্ষণ পর্যন্ত না দেশে গণতন্ত্র ও রাজনৈতিক পরিবেশ থাকে। 
অর্জিত প্রশিক্ষণ বাস্তবায়ন করতে হলে জনগণের কাছে যেতে হবে, তাদের সমস্যা চিহ্নিত করে আমাদের বক্তব্যে, কর্মসূচিতে আনতে হবে। কিন্তু জনগণের কাছে যাওয়ার যে প্রক্রিয়া সেটাই এখানে অনুপস্থিত। সভা-সমাবেশ করতে দেওয়া হয় না, কর্মিসভা করতে দেওয়া হয় না, কর্মসূচি করতে গেলে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়। অর্থাৎ বিএনপিকে সাধারণ মানুষ থেকে বিচ্ছিন্ন করার জন্য যা যা করা দরকার, সরকার তার সবই করছে। তারপরেও আমরা চেষ্টা করছি সাধারণ মানুষের সঙ্গে থাকার জন্য, তাদের সমস্যা নিয়ে কথা বলার জন্য। নানা প্রতিকূলতা সত্ত্বেও সেটা আমরা করছি।

কর্মশালায় বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বিলকিস জাহান শিরীন, কেন্দ্রীয় নেতা জহির উদ্দিন স্বপন, যুবদলের সুলতান সালাউদ্দিন টুকু ও শফিকুল ইসলাম মিল্টন, স্বেচ্ছাসেবক দলের এসএম জিলানী, কৃষক দলের হাসান জাফির তুহিন ও শহীদুল ইসলাম বাবুল, মহিলা দলের আফরোজা আব্বাস প্রমুখ উপস্থিত ছিলেন। 

অন্যদিকে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের চীফ অব পার্টি ডানা এম ওল্ডসসহ প্রতিষ্ঠানটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।