দেশের মানুষ সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে: অলি আহমদ

আজ বৃস্পতিবার সকালে রাজধানীর এলডিপির পার্টি অফিসে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

দেশের মানুষ সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে: অলি আহমদ

প্রথম নিউজ, ঢাকা: লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ডক্টর কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, বর্তমান রাতের বিনা ভোটের অবৈধ সরকার- সীমাহীন অদক্ষতা, লাগামহীন দুর্নীতি,মানবাধিকার লঙ্ঘন, বিচারহীনতা, খুন, গুমের কারণে ক্রমশ একঘরে হয়ে পড়েছে। ছয় মাস আগেও ধৈর্য্য এবং ভয়ে মানুষ চুপচাপ ঘরে বসে ছিল। কিন্তু দুই মাসে প্রায় ৯০ শতাংশ মানুষ সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

আজ বৃস্পতিবার সকালে রাজধানীর এলডিপির পার্টি অফিসে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

অলি আহমদ বলেন, বিরোধী দলগুলো সংবিধান অনুযায়ী, আইন অনুসরণ করেও সরকারের অনুমতি ব্যতীরেকে জনসভা বা রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করতে পারে না। অথচ আওয়ামীলীগ পুলিশি প্রহরায় যত্রতত্র সভা-সমাবেশ করে যাচ্ছে। সরকার বিভিন্ন উপায়ে প্রশাসনকে ব্যবহার করে, পুলিশ এবং গোয়েন্দা সংস্থাগুলোর সাথে সরকার দলীয় অস্ত্রবাজ, সন্ত্রাসী ক্যাডারেরা প্রকাশ্যে অস্ত্র ব্যবহার করে, বিএনপিসহ বিরোধীদলের কর্মকান্ড বানচাল করার চেষ্টায় লিপ্ত রয়েছে। 

তিনি বলেন, পুলিশের নির্যাতনের কারণে অনেকে নিজ ঘরে ঘুমাতে পারে না। কিছু কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা ও কর্মচারী অবৈধভাবে উপার্জিত অর্থ এবং তাদের নিজের স্বার্থ রক্ষার জন্য, অবৈধ সরকারকে নগ্নভাবে অবৈধ কর্মকান্ডে সাহায্য করছে। সরাসরি জনগণের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে। যে বা যারা অতীতে জনগণের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিল, তাদের শেষ পরিণতি সুখকর হয়নি। তিনি আরও বলেন, আপাতঃ দৃষ্টিতে মনে হয় খুব দ্রুত অর্থনৈতিক ধ্বংস এবং সংঘাতের দিকে জাতি এগিয়ে যাচ্ছে। এমতাবস্থায় সরকারকে শুভ বুদ্ধির পরিচয় দিতে হবে। তাদের পক্ষে বর্তমান অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার সম্ভাবনা নেই এবং অন্যদিকে রক্তপাত এড়ানো সম্ভব হবে কিনা জানিনা।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom