দিল্লির টানা পাঁচ হারে চাকরি হারানোর শঙ্কায় সৌরভ-পন্টিংরা
যে কারণে বিপদে আছেন দলটির প্রধান কোচ রিকি পন্টিং, সহকারী কোচ শেন ওয়াটসন ও ক্রিকেট পরিচালক ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী।
প্রথম নিউজ, খেলা ডেস্ক: আইপিএলের চলতি ১৬তম আসরে যাচ্ছেতাই অবস্থা দিল্লি ক্যাপিটালসের। নিজেদের প্রথম পাঁচ ম্যাচে হার দেখেছে ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন দলটি। যে কারণে বিপদে আছেন দলটির প্রধান কোচ রিকি পন্টিং, সহকারী কোচ শেন ওয়াটসন ও ক্রিকেট পরিচালক ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী। দলের হারের কারণে চাকরি হারানোর শঙ্কায় আছেন রিকি পন্টিং, শেন ওয়াটসন, সৌরভ গাঙ্গুলী, সহকারী কোচ জেমস হোপস, অজিত আগারকার, প্রবীণ আমরে ও বিজু জর্জরা।
সংবাদ সংস্থা পিটিআইয়ের খবর অনুযায়ী আইপিএলের পরের আসরে কোচিং স্টাফে বড়সড় রদবদল আনতে পারে দিল্লি। সংবাদ সংস্থাকে একটি সূত্র জানিয়েছে, চলতি মৌসুমের মাঝপথে কোনো পরিবর্তন না হলেও পরের আসরে নিশ্চিত রদবদল হবে।