দরপতনে পুঁজিবাজারের সপ্তাহ শুরু

 দরপতনে পুঁজিবাজারের সপ্তাহ শুরু

প্রথম নিউজ, ঢাকা : দরপতনের মধ্য দিয়ে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৩০ জুলাই) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৫ দশমিক ৬৫ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ১৫ দশমিক ৭৩ পয়েন্ট।

সূচকের পাশাপাশি কমেছে লেনদেনের পরিমাণও। এর ফলে দুই কর্মদিবস পুঁজিবাজারে দরপতন হলো।

ডিএসইর তথ্য মতে, আজ বাজারে ৩২৮টি প্রতিষ্ঠানের মোট ১২ কোটি ৯ লাখ ৩১ হাজার ৫৯৮ শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। এতে লেনদেন হয়েছে ৬২৬ কোটি ৮৭ লাখ ৪৩ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৬৭৭ কোটি ১৫ লাখ ১৭ হাজার টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন কমেছে।

এদিন দাম বেড়েছে ৫৫টি কোম্পানির শেয়ারের, বিপরীতে কমেছে ১১৫টির, আর অপরিবর্তিত রয়েছে ১৫৮টির।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫ দশমিক ৬৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৩৩ পয়েন্টে। ডিএসইর অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ১ দশমিক ৯৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩৭১ পয়েন্টে। ডিএস-৩০ সূচক দশমিক ৭৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৫৯ পয়েন্টে।

আজ ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ফু-ওয়াং ফুডের শেয়ার। দ্বিতীয় অবস্থানে ছিল আলহাজ টেক্সটাইলের শেয়ার। তৃতীয় স্থানে ছিল রয়েল টিউলিপ সি পার্ল রিসোর্ট অ্যান্ড স্পার শেয়ার।

এরপরের তালিকায় যথাক্রমে রয়েছে ডেলটা লাইফ ইন্স্যুরেন্স, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, মেট্রো স্পিনিং, রূপালী লাইফ, মেঘনা লাইফ, লিগ্যাসি ফুটওয়্যার এবং মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক ১৫ দশমিক ৭৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭০১ পয়েন্টে। এদিন সিএসইতে ১৭৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৪৬টির, কমেছে ৭২টির ও অপরিবর্তিত রয়েছে ৬১টির দাম।

এদিন শেষে সিএসইতে ১৫ কোটি ৮১ লাখ ২৭ হাজার ৯২০ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ৮ কোটি ২৯ লাখ ৫০ হাজার ৭৪০ টাকার শেয়ার শেয়ার।