লালমনিরহাটে যুবককে উলঙ্গ করে নির্যাতন, মোবাইলে ভিডিও ধারণ

নির্যাতনের শিকার সুমন মিয়া লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার লতাবর গ্রামের লুৎফর রহমানের ছেলে। 

লালমনিরহাটে যুবককে উলঙ্গ করে নির্যাতন, মোবাইলে ভিডিও ধারণ

প্রথম নিউজ, লালমনিরহাট: ভারত থেকে আনা মাদক র‍্যাবের হাতে ধরিয়ে দিবে, এমন সন্দেহে সুমন মিয়া নামে এক যুবককে বেধড়ক মারধর ও মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়েছে। নির্যাতনের শিকার সুমন মিয়া লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার লতাবর গ্রামের লুৎফর রহমানের ছেলে। 

সুমন মিয়াকে একটি রুমে আটকে ২ জন লোহার রড এবং হাত-পা দিয়ে বেধড়ক মারধর করে। এক পর্যায়ে তাকে নগ্ন করে গোপনাঙ্গে পানির বোতল ঝুলিয়ে অভিনব কায়দায় নির্যাতন করা হয়। এই নির্যাতনের ভিডিও রোববার (৩০ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনায় স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করলে ৩ দিনেও ঘটনার সঙ্গে জড়িতদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

স্থানীয় ও ভিডিও সূত্রে জানা যায়, সুমন মিয়া একই এলাকার মিলন মিয়া ও লিমন মিয়ার সঙ্গে ভারতীয় চোরাচালানসহ মাদক ব্যবসা করতো। বেশ কিছুদিন ধরে এ ব্যবসা নিয়ে তাদের সঙ্গে সুমনের বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে গত ২৫ জুলাই রাতে সুমনকে আটক করে নির্যাতন করেন লিমন ও মিলনসহ তাদের লোকজন। নির্যাতনের এক পর্যায়ে তারা সুমনকে উলঙ্গ করে নির্যাতন করেন। এ সময় সুমনের পুরুষাঙ্গে রশি বেঁধেও নির্যাতন করেন তারা। সেই নির্যাতনের ভিডিও ধারণ করেন তাদেরই একজন। নির্যাতনের ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালও হয়েছে। 

এ ঘটনায় গত ২৮ জুলাই সুমন বাদি হয়ে স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করেন। কিন্তু গত ৩ দিনেও ঘটনার সঙ্গে জড়িতদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। সুমন মিয়া জানান, তিনি একসময় লিমন ও মিলনের মাদক ব্যবসায় একসঙ্গে কাজ করত। এখন তাদের সঙ্গে মাদক ব্যবসা না করায় মিথ্যা অফিযোগ দিয়ে তাকে নির্যাতন করা হয়েছে। তবে ওই ঘটনার সঙ্গে জড়িত লিমন ও মিলনের সঙ্গে যোগাযোগ করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। 

কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ কবির জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।