দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে

 দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে

প্রথম নিউজ, ঢাকা : সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া সারাদেশে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

রোববার (১২ মে) সকাল ৯ টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য দেওয়া হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগসমূহের অনেক জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, আগামীকাল সোমবারও তাপমাত্রার অবস্থা অপরিবর্তিত থাকতে পারে৷ সব বিভাগে বৃষ্টি হতে পারে। মঙ্গলবার থেকে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।