দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নিবার(২৮ মে) দিনগত রাত ১০টার দিকে চর ছাগলদী সড়ক সংলগ্ন পরিত্যক্ত ইটভাটার সামনে এ ঘটনা ঘটে।

দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
কান্নায় ভেঙে পড়েন নিহতের স্ত্রী-সন্তান

প্রথম নিউজ, ফরিদপুর: ফরিদপুরের নগরকান্দা পৌরসভায় দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে মো. বাবু মোল্লা (৩৫) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার(২৮ মে) দিনগত রাত ১০টার দিকে চর ছাগলদী সড়ক সংলগ্ন পরিত্যক্ত ইটভাটার সামনে এ ঘটনা ঘটে। নিহত বাবু মোল্লা উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের চর ছাগলদী গ্রামের বীর মুক্তিযোদ্ধা জিলু মোল্লার ছেলে।

এলাকাবাসী জানান, শনিবার রাতে বাবু মোল্লা তার ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। রাত ১০টার দিকে চর ছাগলদী সড়কের এমো মিয়ার পরিত্যক্ত ইটভাটার সামনে পৌঁছালে তাকে মারধরের পর কুপিয়ে জখম করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে বাবু মোল্লা মারা যান।

নিহতের ভাই ফিরোজ মোল্লা  বলেন, ‘আমার ভাইকে নির্মমভাবে খুন করা হয়েছে। তার হাত-পা ভেঙে ফেলা হয়। শরীরের বিভিন্ন জায়গায় পেরেক ঠুকে দেয়। আমি ভাই হত্যার বিচার চাই। এ বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। এ বিষয়ে পুলিশ কাজ করছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom