পুলিশে গ্রুপিং থাকলে তথ্য দিন: আইজিপি

থানাকে জনগণের ভরসাস্থল করতে চাই

পুলিশে গ্রুপিং থাকলে তথ্য দিন: আইজিপি
আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন

প্রথম নিউজ, ঢাকা:  পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, ‘পুলিশের মধ্যে কোনও গ্রুপিং থাকলে আমাকে তথ্য দিন, আমি খতিয়ে দেখবো।

আজ মঙ্গলবার  দুপুরে পুলিশ সদর দফতরে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

পুলিশের মধ্যে বিশেষ কিছু জেলার নামে বিভিন্ন গ্রুপের নাম শোনা যায়, এই গ্রুপিংয়ের কারণে পুলিশিংয়ে ক্ষতি হচ্ছে কিনা— সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘কোনও গ্রুপিংয়ের কথা আমার জানা নেই। কারও কাছে এমন কোনও তথ্য থাকলে আমাকে দিন। আমরা খতিয়ে দেখবো।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, বাংলাদেশ পুলিশে দুর্নীতি জিরো টলারেন্স নিশ্চিত করতে চাই। থানাকে জনগণের আস্থা ও ভরসাস্থল করতে চাই। পুলিশের ভাবমূর্তি নির্ভর করে থানার ওপর।  জনগণের সঙ্গে ভালো ব্যবহার ও জনগণের কথা শুনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে মাঠ পর্যায়ে নির্দেশনা দিয়েছি।

দেশের শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তার দায়িত্বে বাংলাদেশ পুলিশ নিরলসভাবে কাজ করে চলেছে। নিরাপত্তা নিশ্চিতে পেশাদারত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom