তেলেগুর পর বাংলাদেশি সিনেমার কেন্দ্রীয় চরিত্রে মেঘলা মুক্তা
প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: মেঘলা মুক্তা অভিনীত সিনেমা 'পায়ের ছাপ' মুক্তি পাচ্ছে আগামী ২৩ ডিসেম্বর। এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে তাকে। এর আগে তেলেগু 'সাকালাকালা ভাল্লাভুডু' সিনেমায় অভিনয় করে আলোচিত হয়েছিলেন তিনি। এর আগে বাংলাদেশি সিনেমায় অভিনয় করলেও 'পায়ের ছাপ' সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মতো তিনি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন। ফরিদুর রেজা সাগর প্রযোজিত ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের সিনেমা 'পায়ের ছাপ'। সিনেমাটি পরিচালনা করেছেন সাইফুল ইসলাম মান্নু। মুক্তা বলেন, 'বাংলাদেশের সিনেমায় প্রথমবারের মতো নায়িকা হিসেবে অভিনয় করেছি। এটা আমার জন্য ভালো লাগার একটা ঘটনা। এর আগে বাংলাদেশের দু-একটি সিনেমায় অভিনয় করেছি, কিন্তু নায়িকা হিসেবে প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা হচ্ছে "পায়ের ছাপ"।'
তিনি বলেন, 'একজন নারীর সংগ্রাম নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। সাধারণ ঘরের একজন নারী স্বপ্ন দেখতে ভয় পান। সেই ভয়কে জয় করে স্বপ্ন বাস্তবায়ন ও পুরুষ শাসিত সমাজে নারীর টক্কর দেওয়ার চমৎকার একটি জার্নির গল্প উঠে এসেছে এই সিনেমায়। আমার বিশ্বাস দর্শক সিনেমাটি পছন্দ করবেন এবং নারীরা এই সিনেমা থেকে অনুপ্রেরণা পাবেন।' মেঘলা মুক্তা ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন দীপান্বিতা মার্টিন, প্রাণ রায়, দীপা খন্দকার, শিল্পী সরকার অপু, করভী মিজান, নরেশ ভূঁইয়া। 'পায়ের ছাপ' সিনেমার কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন সাইফুল ইসলাম মান্নু। সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ নাসের বাবু ও শওকত আলী ইমন। এই সিনেমার দুটি গানে কণ্ঠ দিয়েছেন ঝিলিক ও আতিয়া আনিশা।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews