তুরস্কে বৈঠকে বসছেন রাশিয়া-ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ আর ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা তুরস্কে একটি বৈঠকে মিলিত হতে হচ্ছেন
প্রথম নিউজ, ডেস্ক : রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ আর ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা তুরস্কে একটি বৈঠকে মিলিত হতে হচ্ছেন।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। আগামীকাল বৃহস্পতিবার এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। খবর বিবিসির।
ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর এই প্রথম দুদেশের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসতে যাচ্ছেন।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু এই বৈঠকের প্রস্তাব করেছেন বলে জানা গেছে।
এর আগে গত সোমবার বেলারুশ সীমান্তে রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসেছিল ইউক্রেনের প্রতিনিধিরা। তবে সেই বৈঠকে তেমন কোনো ইতিবাচক অগ্রগতি হয়নি।
তবে দুই দেশের মধ্যে কোনো শান্তি আলোচনার সম্ভাবনা দূরূহ বলে মনে করা হচ্ছে, কারণ কোনো সমঝোতায় এখনো দুই পক্ষ পৌঁছাতে পারেনি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews