তীর্থযাত্রীদের বহনকারী বাস খাদে, উত্তরাখণ্ডে নিহত ২২

রোববার এই দুর্ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে

তীর্থযাত্রীদের বহনকারী বাস খাদে, উত্তরাখণ্ডে নিহত ২২
তীর্থযাত্রীদের বহনকারী বাস খাদে, উত্তরাখণ্ডে নিহত ২২

প্রথম নিউজ, ডেস্ক : ভারতের উত্তরাখণ্ডে তীর্থযাত্রীদের বহনকারী একটি বাস খাদে পড়ে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। রোববার এই দুর্ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে। ২৮ জন যাত্রী নিয়ে বাসটি পার্বত্য রাজ্যের একটি প্রধান তীর্থস্থান যমুনোত্রীর পথে যাচ্ছিল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। হতাহতদের পরিবারকে আর্থিক সহায়তায় ঘোষণা দেওয়া হয়েছে। 

এই দুর্ঘটনার খবর পাওয়ার পরই ঘটনায় শোক প্রকাশ করে নিহতদের পরিবারকে ২ লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি আর্থিক সাহায্য করার কথা ঘোষণা করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। দুর্ঘটনার ব্যাপারে জানতে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্করসিংহ ধামির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। অমিত নিহতদের প্রতি সমবেদনা জানিয়ে টুইটও করেছেন।

 Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom