তুচ্ছ কারণে মারধর করে স্ত্রী, থানায় মামলা করলেন স্বামী

তুচ্ছ কারণে মারধর করে স্ত্রী, থানায় মামলা করলেন স্বামী

প্রথম নিউজ, ডেস্ক : তুচ্ছ কারণে স্ত্রী গায়ে হাত তোলেন, করেন মারধর। এমনকি অত্যাচার চালান তার বাবা-মায়ের ওপরেও। আর এই অভিযোগেই পুলিশের দ্বারস্থ হয়েছেন এক স্বামী। দায়ের করেছেন মামলা। যদিও দীর্ঘদিন ধরে দাম্পত্য জীবনে থাকা ওই দম্পতির সন্তানরাও প্রাপ্তবয়স্ক।

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থান রাজ্যের জয়পুরে। মঙ্গলবার (২০ জুন) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।


প্রতিবেদনে বলা হয়েছে, তুচ্ছ বিষয় নিয়ে বাড়িতে তাকে মারধর করার অভিযোগে রাজস্থানের জয়পুরের ঝোটওয়ারা থানায় ৪৮ বছর বয়সী এক ব্যক্তি তার স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তিনি আরও অভিযোগ করেছেন, তার স্ত্রী তাকে এবং তার পিতামাতাকে অকথ্য ভাষায় গালাগাল করে। মামলা দায়েরের পর পুলিশ ওই ব্যক্তিকে ডাক্তারি পরীক্ষার জন্য নিয়ে গেছে।

পুলিশ জানিয়েছে, স্ত্রীর মারধরের শিকার ভুক্তভোগী ওই স্বামীর নাম বিক্রম। গত রোববার থানায় গিয়ে নিজের দুর্দশার কথা জানান তিনি। অন্যদিকে অভিযুক্ত স্ত্রীর নাম রচনা। ৪৫ বছর বয়সী এই নারীকে ২৪ বছর আগে বিয়ে করেছিলেন বিক্রম।

এফআইআর-এ তিনি অভিযোগ করেন, তুচ্ছ কারণে তার স্ত্রী রচনা তাকে মারধর করেন, চড় মারেন এবং তাকে ধাক্কা দেন।

তিনি আরও অভিযোগ করেন, স্ত্রী রচনা তাকে এবং তার পরিবারের সদস্যদেরও গালিগালাজ করেছেন এবং বাড়ির মূল্যবান জিনিসপত্র চারপাশে ফেলে দিয়েছেন। তিনি বলেন, তিনি (বিক্রম) যেসব ছোট ছোট কাজ করেন তার সবগুলোরই ভিডিও করেন তার স্ত্রী।

গত সোমবার ঝোটওয়ারা থানার একজন কর্মকর্তা বলেন, বিক্রম ও রচনা দীর্ঘদিন ধরে বিরোধে লিপ্ত এবং তাদের ২১ বছরের ছেলে এবং ২৩ বছরের একটি মেয়ে সন্তান রয়েছে।

ওই কর্মকর্তা আরও বলেন, ‘আমরা এই দম্পতির মধ্যে সমস্যা চিহ্নিত করতে ওই নারীকে থানায় ডাকব। আমরা অভিযোগকারী স্বামীর বিবৃতিও গ্রহ করব।’

ভুক্তভোগী স্বামী বিক্রম দাবি করেছেন, সর্বশেষ গত ১৭ জুন তাকে মারধর করা হয়েছিল এবং তিনি এই ঘটনা সম্পর্কে পুলিশ কন্ট্রোল রুমকে অবহিত করেছিলেন। এছাড়া তিনি এর আগে থানায় তার স্ত্রীর সহিংসতার বিরুদ্ধে অন্তত চারটি অভিযোগ দায়ের করেছেন বলে দাবি করেছেন।