তাইওয়ান প্রণালীতে চীনা মহড়া, সতর্ক অবস্থানে তাইপের সামরিক বাহিনী

তাইওয়ানকে নিজের অংশ হিসেবে মনে করে চীন। তবে তা মানতে নারাজ লাইয়ের দল ও সেখানের জনগণ।

তাইওয়ান প্রণালীতে চীনা মহড়া, সতর্ক অবস্থানে তাইপের সামরিক বাহিনী

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: তাইওয়ান প্রণালীতে চীনের মহড়া শুরুর পর সেখানে সতর্ক অবস্থান নিয়েছে তাইপের সামরিক বাহিনী। লাই চিং-তে তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর দুদেশের মধ্যে উত্তেজনার নতুন মাত্রা যোগ হয়েছে। লাই উদ্বোধনী ভাষণে চীনকে রাজনৈতিক এবং সামরিক হুমকি বন্ধের আহ্বান জানানোর পর চীন তাকে ‘বিচ্ছিন্নতাবাদী’ নেতা হিসেবে চিহ্নিত করেছে। তাইওয়ানকে নিজের অংশ হিসেবে মনে করে চীন। তবে তা মানতে নারাজ লাইয়ের দল ও সেখানের জনগণ। এর জের ধরেই দুদেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। এ খবর দিয়েছে রয়টার্স। 

এতে বলা হয়েছে, লাইয়ের ভাষণকে কেন্দ্র করে তাইওয়ানকে কঠিন প্রতিশোধের হুঁশিয়ারি দেয় চীন। আজ বৃহস্পতিবার তাইওয়ান প্রণালীতে সামরিক মহড়া শুরু করেছে দেশটি। এরপর সেখানে নিজেদের সামরিক সেনা জড়ো করেছে তাইওয়ান। এতে ওই অঞ্চলে উত্তেজনা বিরাজ করছে। লাই প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার তিন দিন পর তাইওয়ানকে ঘিরে এমন উত্তেজনার খবর এল। এক্ষেত্রে দ্বীপটিকে রক্ষা করতে তাইওয়ানের সামরিক বাহিনী আত্মবিশ্বাসী বলে মনে করেন তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী। 

চীনের পিপলস লিবারেশন আর্মির পূর্ব থিয়েটার কমান্ডা (পিএলএ) জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৭টা ৪৫ মিনিটে তাইওয়ান প্রণালীতে সামরিক মহড়া শুরু করেছে তারা। এতে অংশ নিয়েছে চীনের স্থল প্রতিরক্ষা বাহিনীসহ বিমান ও নৌ বাহিনী।  তাইওয়ান প্রণালী, দেশটির উত্তর, দক্ষিণ ও পূর্বাঞ্চলের মাতসু, উকিউ এবং ডংগিন দ্বীপের আশপাশের এলাকায় এই মহড়া শুরু করেছে চীনের যৌথ বাহিনী।