ঢাবির ফুটপাত থেকে নারীর মরদেহ উদ্ধার
প্রথম নিউজ, ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল সংলগ্ন ফুটপাত থেকে অজ্ঞাতনামা (৭৫) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার সকালে শাহবাগ থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়।
শাহবাগ থানার এসআই জাহাঙ্গীর হোসেন জানান, খবর পেয়ে জগন্নাথ হল সংলগ্ন ফুটপাত থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তার পরনে পুরাতন ময়লাযুক্ত কাপড় ছিল।
তিনি বলেন, তাৎক্ষণিকভাবে ওই নারীর পরিচয় জানা যায়নি। তবে স্থানীয়দের মাধ্যমে জানা যায়, তিনি ভবঘুরে। ফুটপাতেই থাকতেন। তার পায়ে পুরাতন জখমের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে।