ঢাকায় দুদিনের পদযাত্রা কর্মসূচি ঘোষণা বিএনপি’র

সরকারের পদত্যাগসহ ১০ দফা আদায় ও গ্যাস-বিদ্যুৎসহ দ্রব্যমূল্য কমানোর দাবিতে ঢাকা মহানগরে দুদিনের পদযাত্রার কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

ঢাকায় দুদিনের পদযাত্রা কর্মসূচি ঘোষণা বিএনপি’র

প্রথম নিউজ ডেস্ক: সরকারের পদত্যাগসহ ১০ দফা আদায় ও গ্যাস-বিদ্যুৎসহ দ্রব্যমূল্য কমানোর দাবিতে ঢাকা মহানগরে দুদিনের পদযাত্রার কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন। মির্জা ফখরুল বলেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আগামী ৯ই ফেব্রুয়ারি গোপীবাগ মাঠ থেকে জাতীয় প্রেস ক্লাব এবং উত্তরের উদ্যোগে ১২ই ফেব্রুয়ারি শ্যামলী ক্লাব মাঠ থেকে বসিলা সাত রাস্তার মোড় পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হবে। সোমবার রাতে দলের স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সভায় এই কর্মসূচির সিদ্ধান্ত গৃহীত হয় হয়।
হরতালের কর্মসূচির বিষয় নিয়ে প্রশ্নের জবাবে মির্জা ফখরুল আরও বলেন, ‘আপনারা আন্দোলন বলতেই হরতাল-অবরোধ বুঝেন। এটা ঠিক না। পার্শ্ববর্তী দেশ ভারতে দেখেন। ওখানে হরতাল হয় না কিন্তু আন্দোলন হয়। রাস্তায় লোক নামে, লাখ লাখ লোক হেঁটে কর্মসূচি পালন করেন। ভারতজুড়ে প্রোগ্রাম করল কংগ্রেস। হাঁটল ১৪৯ দিন ধরে। এগুলো তো আন্দোলন। বিএনপি যে শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচি দিচ্ছে দেখবেন একদিন জনমত এমন জায়গায় আসবে, তখন ওই হরতাল দিতে হবে না।’ তিনি বলেন, ‘সরকারি দল তো অলিখিতভাবে, অঘোষিতভাবে হরতাল দেয়। আমরা যখন বিভাগীয় সমাবেশ করেছিলাম, তখন তারা তিন দিন আগে থেকে হরতাল দিয়েছে,  রাস্তা-ঘাট, বাস-ট্রাক, স্টিমার-লঞ্চসহ পরিবহণ সব বন্ধ করে দিয়েছে।’ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বিএনপি নেতা নাজিমুদ্দিন আলাম, কামরুজ্জামান রতন ও আমিনুল হক।