টি-টোয়েন্টির সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান এখন গুস্তাভ
টিনএজার হিসেবে কারো সেঞ্চুরি করার নজির এটাই প্রথম।
প্রথম নিউজ, স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এতদিন সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান ছিলেন আফগান ক্রিকেটার হযরতউল্লাহ জাজাই। ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ২০ বছর (+৩৩৭ দিন) বয়সে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। ৬২ বলে করেছিলেন অপরাজিত ১৬২ রান। এবার তাকে পেছনে ফেলে রেকর্ড গড়লেন এমন একজন, যার নামটি চেনার কথা নয় কারো। ১৮ বছর (+২৮০ দিন) বয়সে সেঞ্চুরিটি করেছেন ফ্রান্সের গুস্তাভ ম্যাকেওন। টিনএজার হিসেবে কারো সেঞ্চুরি করার নজির এটাই প্রথম।
রেকর্ডটি গড়া হয়েছে আইসিসির ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সাব রিজিওনাল ইউরোপিয়ান কোয়ালিফায়ারে। ফিনল্যান্ডে হওয়া ‘বি’ গ্রুপের এই ম্যাচে সুইজারল্যান্ডের মুখোমুখি হয়েছিল ফ্রান্স। মাত্র দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নেমে ম্যাকেওন রান আউট হওয়ার আগে ৬১ বলে ১০৯ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেছেন। যা আবার ফ্রান্সের কারও আন্তর্জাতিক অঙ্গনে প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি। ইনিংসটিতে ছিল ৫টি চার ও ৯টি ছয়ের মার। রবিবার চেকপ্রজাতন্ত্রের বিপক্ষে অভিষেক ম্যাচেই নিজের জাত চেনান তিনি। ৫৪ বলে করেছেন ৭৬ রান।
অবশ্য তরুণ ব্যাটারের বিধ্বংসী ইনিংস বৃথা গেছে শেষ পর্যন্ত। সুইজারল্যান্ড ১ উইকেটের শ্বাসরূদ্ধকর এক জয় তুলে নিয়েছে। ফ্রান্স ৫ উইকেটে ১৫৭ রান করেছিল। জবাবে শেষ বলে ৪ মেরে জয় নিশ্চিত করে সুইজারল্যান্ড।
টি-টোয়েন্টির সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান যারা
১. গুস্তাভ ম্যাকিওন- ১৮ বছর ২৮০ দিন, ফ্রান্স-সুইজারল্যান্ড, ২০২২
২. হযরতউল্লাহ জাজাই- ২০ বছর ৩৩৭ দিন, আফগানিস্তান-আয়ারল্যান্ড, ২০১৯
৩. শিবাকুমার পেরিয়ালওয়ার, ২১ বছর ১৬১ দিন, রোমানিয়া-তুরস্ক, ২০১৯
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews