ট্রাকভর্তি ভারতীয় শাড়িসহ তিন চোরাকারবারি গ্রেফতার

গ্রেফতাররা হলেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার মো. জয়নাল আবেদীনের ছেলে মো. মিজানুর রহমান (২৭), মো. আব্দুস সাত্তারের ছেলে মো. জুয়েল মিয়া (২৫) ও মো. মোস্তফা মিয়ার ছেলে মো. শান্ত মিয়া (২৩)।

ট্রাকভর্তি ভারতীয় শাড়িসহ তিন চোরাকারবারি গ্রেফতার

প্রথম নিউজ, ময়মনসিংহ: ময়মনসিংহে ট্রাকভর্তি ভারতীয় কাপড়সহ তিন চোরাকারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতাররা হলেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার মো. জয়নাল আবেদীনের ছেলে মো. মিজানুর রহমান (২৭), মো. আব্দুস সাত্তারের ছেলে মো. জুয়েল মিয়া (২৫) ও মো. মোস্তফা মিয়ার ছেলে মো. শান্ত মিয়া (২৩)।

বুধবার (৫ জুলাই) সন্ধ্যায় জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এর আগে মঙ্গলবার দিনগত রাতে ত্রিশাল উপজেলার বালিপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি একদল চোরাকারবারি বিপুল পরিমাণ ভারতীয় কাপড় নিয়ে টাঙ্গাইল থেকে ময়মনসিংহ হয়ে ঢাকা যাবে। এমন সংবাদের ভিত্তিতে ত্রিশালের বালিপাড়া এলাকায় ট্রাকে তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় ভারতীয় ৩০০ পিস লেহেঙ্গা, ৯০০ পিস শাড়িসহ একটি ট্রাক জব্দ করা হয়।

ওসি শফিকুল আরও বলেন, গ্রেফতাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে ভারতীয় কাপড় চোরাচালানের মাধ্যমে এনে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করতো। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।