দাম বৃদ্ধির কারণ জানে না ঢাকা ডাইং ও রূপালী লাইফ
প্রথম নিউজ, ঢাকা : কী কারণে শেয়ারের দাম বাড়ছে তা জানে না পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি দ্য ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং লিমিটেড ও বিমা খাতের কোম্পানি রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। গত ২১ জুন থেকে ঢাকা ডাইংয়ের শেয়ার অস্বাভাবিকহারে বাড়তে শুরু করে। আর রূপালী লাইফের শেয়ার বাড়তে শুরু করে ১৪ জুন থেকে।
ডিএসইর তথ্যমতে, ২১ জুন ঢাকা ডাইংয়ের শেয়ারটির মূল্য ছিল ১৩ টাকা ২০ পয়সা। গত ৪ জুলাই সেই কোম্পানিটির শেয়ার বেড়ে সর্বশেষ লেনদেন হয়েছে ১৮ টাকায়। অর্থাৎ প্রতি শেয়ারের দাম বেড়েছে প্রায় ৫ টাকা।
অপর কোম্পানি রূপালী লাইফের শেয়ার গত ১৪ জুন ১৮৭ টাকা ৪০ পয়সা ছিল। আর ৪ জুলাই সর্বশেষ লেনদেন হয় ২৪৭ টাকায়। দুই কোম্পানির দাম বৃদ্ধিকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ। দাম বৃদ্ধির পেছনে কোম্পানির কোনো মূল্য সংবেদনশীল তথ্য আছে কী না তা জানতে কোম্পানি কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে ডিএসই।
ডিএসইর চিঠির উত্তরে কোম্পানি জানিয়েছে যে, অস্বাভাবিক হারে শেয়ারের দাম বৃদ্ধির কোনো কারণ কোম্পানির জানা নেই। কোম্পানির কাছে কোনো মূল্য সংবেদনশীল তথ্যও নেই।
কোম্পানির এই তথ্য আজ বৃহস্পতিবার ডিএসইর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোনো মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারের বাড়ছে।