টুপির আকারে স্টেডিয়াম ‘অল থুমামা’
প্রথম নিউজ, স্পোর্টস ডেস্ক : কাতারের অল থুমামা স্টেডিয়ামটি দেখলেই চোখ জুড়িয়ে যায়। আরব দুনিয়ার গাফাইয়া টুপির আদলে তৈরি হয়েছে এই স্টেডিয়াম। আরব দেশগুলিতে তারুণ্যের প্রতীক এই গাফাইয়া টুপি। এই টুপি পরার উদ্দেশ্য হলো- জীবনের বন্ধুর পথ অতিক্রম করে ভবিষ্যতের পথে উত্তরণ। অল থুমামা স্টেডিয়ামটিতেও যেন সেই তারুণ্যের উন্মেষ। স্টেডিয়ামটিতে সাদা রঙের আস্তরণ দৃষ্টি আকর্ষণ করে। ৪০ হাজার দর্শক বসতে পারে এই স্টেডিয়ামে। রাজধানী দোহার দক্ষিণে গাড়ি চালিয়ে ১২ কিলোমিটার গেলেই অল থুমামা শহর আর তার বুকেই এই স্টেডিয়াম। ২১ নভেম্বর সেনেগাল এবং হল্যান্ডের ম্যাচ দিয়ে অল থুমামার বিশ্বকাপ যাত্রা শুরু হবে। ১৯২১ সালের ২২শে অক্টোবর ফিতে কাটা হয় অল থুমামার। তারপর আমির কাপের ফাইনাল এই মাঠে হয়েছে। এবারের বিশ্বকাপের আটটি ম্যাচ এখানে হবে। সবুজ ঘাস, সাদা আঙিনা- দেখতে বড়োই সুদৃশ্য। মেট্রো আছে দোহা থেকে সরাসরি। মেট্রোর সঙ্গে কানেক্টেড এই স্টেডিয়াম। ইব্রাহিম জাইদার নকশায় তৈরি হয়েছে এই স্টেডিয়াম। জাইদার ভাষায়, স্টেডিয়ামে ঢুকলে বৃদ্ধও চাঙ্গা হয়ে বের হবে। আসলে অল থুমামা হলো যৌবনের প্রতীক। আরব যৌবন যা সবসময়ই ফুটছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews