জমি লিখে দিতে বৃদ্ধা মাকে পিটিয়ে জখম
শুক্রবার (২৭ জুলাই) দুপুরে উপজেলার করটিয়া ইউনিয়নের মাদারজানী ঘোষ পাড়ায় এ ঘটনা ঘটে।
প্রথম নিউজ, টাঙ্গাইল: টাঙ্গাইল সদরে জমি লিখে না দেওয়ায় বৃদ্ধা মাকে পিটিয়ে জখম রক্তাক্ত করার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী মা।
শুক্রবার (২৭ জুলাই) দুপুরে উপজেলার করটিয়া ইউনিয়নের মাদারজানী ঘোষ পাড়ায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নারীর নাম মধু বালা ঘোষ (৬০)। তার বড় ছেলে দুর্লভ ঘোষের (৩৮) বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, জমি নিজের নামে লিখে দিতে প্রায়ই মাকে মারধর করতেন দুর্লভ ঘোষ। সবশেষ শুক্রবার দুপুরে আবারও চাপ প্রয়োগ করেন তিনি। এতে মা মধু বালা ঘোষ রাজি না হওয়ায় দুর্লভ ক্ষিপ্ত হয়ে বৃদ্ধা মাকে কাঠ দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেন। পরে প্রতিবেশীরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ছেলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন মধু বালা ঘোষ।
মধু বালা ঘোষের ভাষ্যমতে, দুই ছেলে ও এক মেয়েকে রেখে তার স্বামী অনিল ঘোষ দীর্ঘদিন আগে পরলোক গমন করেন। পরে অনেক কষ্টে ছেলেমেয়েদের বড় করে তোলেন মধু বালা। বাবার বাড়ি থেকে পাওয়া জমি বিক্রি করে মেয়ের বিয়ে দেন এবং ছোট ছেলেকে সিঙ্গাপুর পাঠান। এছাড়া বড় ছেলে দুর্লভ ঘোষকে ব্যবসা করার জন্য পাঁচ লাখ টাকা পুঁজি দেন।
কিছুদিন যেতে না যেতেই মধু বালার বাবার বাড়ি থেকে প্রাপ্য অবশিষ্ট জমি নিজের নামে লিখে দেওয়ার জন্য চাপ প্রয়োগ ও মানসিক অত্যাচার করতে থাকেন দুর্লভ ঘোষ। একপর্যায়ে জমি লিখে না দেওয়ায় তাকে পিটিয়ে আহত করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে দুর্লভ পলাতক থাকায় তার বক্তব্য নেওয়া যায়নি।
করটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান চৌধুরী মজনু বলেন, বিষয়টি শুনেছি। এটি মীমাংসার জন্য সংশ্লিষ্ট ইউপি মেম্বারকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ বিষয়ে টাঙ্গাইল মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত করে প্রয়োজনী ব্যবস্থা নেওয়া হবে।