জমি নিয়ে বিরোধে বৃদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা
সিরাজগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে গোলাপী খাতুন (৬০) নামের এক বৃদ্ধাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে
প্রথম নিউজ, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে গোলাপী খাতুন (৬০) নামের এক বৃদ্ধাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।
বুধবার (১৭ মে) দিনগত রাত ১২টার দিকে উপজেলার রতনকান্দি ইউনিয়নের মহিষামুড়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত গোলাপী খাতুন সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের মহিষামুড়া গ্রামের বাহেচ উদ্দিনের স্ত্রী।
বৃহস্পতিবার (১৮ মে) বিকেলে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার থেকে মামলার প্রস্তুতি চলছে।
স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় ইউপি মেম্বার হারুন অর রশিদের সঙ্গে গোলাপী খাতুনের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে বুধবার রাতে দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে রাগান্বিত হয়ে ইউপি মেম্বারসহ তার লোকজন গোলাপী খাতুনকে ছুরিকাঘাত করেন। এতে অতিরিক্ত রক্তক্ষরণ হলে তার মৃত্যু হয়।