জম্মু-কাশ্মীরে একদিনে তিনবার শক্তিশালী ভূমিকম্প
প্রথম নিউজ, ডেস্ক : ভারতশাসিত জম্মু-কাশ্মীরে কয়েক ঘণ্টার ব্যবধানে আঘাত হেনেছে তিনটি শক্তিশালী ভূমিকম্প। এর মধ্যে সবচেয়ে তীব্র কম্পনটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৮। শনিবার (৫ আগস্ট) রাতে আঘাত হানে এই ভূকম্পন। তবে এতে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, রাত ৯টা ৩১ মিনিটে আঘাত হানা ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে। আর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১৮১ কিলোমিটার গভীরে।
এর আগে, সকাল ৮টা ৩৬ মিনিটে এবং সকাল ১০টা ২৪ মিনিটে পাকিস্তান ও হিন্দুকুশ অঞ্চলে দুটি ভূমিকম্প হয়, যা অনুভূত হয় ভারতেও। ভূমিকম্প দুটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৮ এবং ৫ দশমিক ২।