জ্বালানি তেলের দাম বাড়ায় ক্ষুব্ধ পশ্চিমবঙ্গের মানুষ
প্রথম নিউজ, ডেস্ক : কেন্দ্রীয়ভাবে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় পশ্চিমবঙ্গেও বাড়লো আরেক দফা দাম। মঙ্গলবার (৫ এপ্রিল) আরেক দফায় জ্বালানির দাম বাড়লো ৮২ পয়সা। ফলে কলকাতায় ১ লিটার পেট্রলের দাম বেড়ে দাঁড়িয়েছে ১১৪ দশমিক ২৮ রুপি। ডিজেলের দাম ৯৯ দশমিক ০২ রুপি।
নিয়ম করে প্রতিদিনই তেলের দাম বৃদ্ধির ফলে বেকায়দায় পড়েছেন সাধারণ মানুষ। জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে তার প্রভাব পড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের উপরেও।
রমযান মাসেও দফায় দফায় তেলের দাম বাড়ার ফলে ফলমূল শাকসবজি ও অন্যান্য জিনিসের দাম বেড়েই চলেছে। কিছু অসাধু ব্যবসায়ী হঠাৎই ফলমূলের দামও বাড়িয়ে দিয়েছেন।
কলকাতার স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, গত ১৫ দিন আগেও যে দামে আমরা ফল কিনে আনছিলাম সেই ফলের দাম প্রায় দ্বিগুণ হয়েছে।
কলকাতার এক ব্যক্তি বলছিলেন, রোজার মধ্যে পুরো মাসজুড়ে ফলমূল খেতে হয়। কিন্তু গতবার লকডাউন চলাকালীনও ফলের দাম এতো বেশি বৃদ্ধি হয়নি। বাজারে ফল কিনতে আসলেই চক্ষু চড়কগাছ হয়ে যায়।
এদিকে, সোমবারই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী রাজ্য সচিবালয় নবান্নে জানিয়েছেন যে তিনি পেট্রল ও ডিজেলের মূল্য নির্ধারণ করেন না তাই এই দাম বৃদ্ধিতে তার বিশেষ কিছু করার নেই।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews