জাপানে শক্তিশালী ভূমিকম্প
রিখটার স্কেলে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পটি মঙ্গলবার সন্ধ্যায় আঘাত হানে।
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক:জাপানের উত্তর-পূর্বাঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পটি মঙ্গলবার সন্ধ্যায় আঘাত হানে। জাপানের আবহাওয়া বিভাগের বরাত দিয়ে তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাদোলু এ খবর দিয়েছে। জাপানের আওমোরি প্রদেশে আঘাত হানে ভূমিকম্পটি। প্রতিবেদনে বলা হয়েছে- সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে ভূমিকম্পের খবর পাওয়া গেছে; যা হোক্কাইডো, আওমোরি এবং ইওয়াতে প্রদেশের কিছু অংশে অনুভূত হয়েছে। এতে আরও বলা হয়, ভূমিকম্পটি আওমোরি প্রদেশের পূর্ব উপকূল থেকে প্রায় ২০ কিলোমিটার (১২ দশমিক ৫ মাইল) গভীরতায় উদ্ভূত হয়েছে।
তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, জাপানের হোক্কাইডো অঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: