‘জন্মদিনের রাতে বাবা বাইরে খাওয়াতে নিয়ে যেতেন’

জন্মদিন উপলক্ষে তার পরিবারের পক্ষ থেকে মসজিদ ও মাদ্রাসায় মিলাদ মাহফিল ও খাবারের আয়োজন করা হয়েছে।

‘জন্মদিনের রাতে বাবা বাইরে খাওয়াতে নিয়ে যেতেন’
‘জন্মদিনের রাতে বাবা বাইরে খাওয়াতে নিয়ে যেতেন’

প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: আজও এফডিসি’র প্রতিটি শুটিং ফ্লোরে যেন নায়ক রাজ রাজ্জাকের পদচারণা অনুভূত হয়। দেশ ও দেশের বাইরে এই প্রয়াত কিংবদন্তি অভিনেতার অগণিত গুণমুগ্ধ দর্শক আজও তার অভিনয়ে বুঁদ হয়ে থাকেন। রাজ্জাকের ৮১তম জন্মদিন আজ। জন্মদিন উপলক্ষে তার পরিবারের পক্ষ থেকে মসজিদ ও মাদ্রাসায় মিলাদ মাহফিল ও খাবারের আয়োজন করা হয়েছে। জন্মদিনের স্মৃতি মনে করে নায়ক রাজের বড় ছেলে ও নায়ক বাপ্পারাজ বলেন, আব্বা যতদিন বেঁচে ছিলেন তার জন্মদিনে আমরা পুরো পরিবার রাত ১২টায় কেক কেটে পালন করতাম। জন্মদিনের রাতে বাবা আমাদের বাইরে খাওয়াতে নিয়ে যেতেন। বাবার জন্মদিনে আজ কোন স্মৃতি আপনার মনে পড়ছে বেশি? বাপ্পারাজ বলেন, প্রতিটি সন্তানের জন্য বাবা সৃষ্টিকর্তার অমূল্য উপহার। এটা সত্য আমার বাবা অভিনয়ে ব্যস্ত সময় পার করতেন। ব্যস্ততার জন্য এমন সময়ও গিয়েছে বাবাকে দেখিনি অনেকদিন। আজ আমিও সন্তানের বাবা হয়েছি। সন্তানের প্রতি বাবার ভালোবাসার গভীরতা প্রকাশ করার মতো নয়।

বাবা যতদিন বেঁচে ছিলেন আমি অনেক দায়িত্ব থেকে মুক্ত ছিলাম। আমাদের সংসারের প্রতিটি বিষয় বাবা মায়া-মমতা দিয়ে আগলে রাখতেন। বাঙালি প্রতিটি সংসারে সুখ-দুঃখ মান অভিমান ভালোবাসা নিয়েই এগিয়ে যায়। আমরাও ব্যতিক্রম নই। চলচ্চিত্র  শিল্পী সমিতি থেকে আজ কোনো আয়োজন রয়েছে কি? বাপ্পারাজ বলেন, আমি এ বিষয়ে কিছু জানি না। বর্তমান সমিতি আমাদের সঙ্গে এ বিষয়ে কোনো যোগাযোগ করে নাই। হয়তো তারা কোনো অনুষ্ঠান রেখেছেন। বাবা তো এখন সবকিছুর ঊর্ধ্বে চলে গেছেন। আমি তার সহশিল্পী, প্রযোজক, পরিচালক এবং তার অগণিত ভক্তদের প্রতি বিনীত অনুরোধ করবো বাবার জন্য দোয়া করার। আল্লাহ যেন আমার বাবাকে বেহেশতের সর্বোচ্চ স্থানে জায়গা করে দেন।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: