জাদু দেখিয়ে রিয়াল ফাইনালে যাবে, বিশ্বাস বেনজেমার
প্রথম নিউজ, ডেস্ক : করিম বেনজেমা বিশ্বাস করেন, রিয়াল মাদ্রিদ ‘জাদুকরী কিছু’ করতে পারে এবং চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে ম্যানচেস্টার সিটির কাছে হারকে উল্টে দেওয়ার সামর্থ্য রাখে।
মঙ্গলবার রাতে ইতিহাদ স্টেডিয়ামে ইউরোপিয়ান কাপের ইতিহাসে অন্যতম স্মরণীয় এক লড়াইয়ে ৪-৩ গোলে জিতেছে সিটি। বুধবার রাতে ঘরের মাঠে ফিরতি লেগে তাদের মোকাবেলা করবে রিয়াল।
যেহেতু ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে খেলা, তাই পিছিয়ে পড়া রিয়ালের সুযোগ থাকছে দারুণ কিছু করে ফাইনালে যাওয়ার। বেনজেমা বিশ্বাস করেন, সেটা সম্ভব।
৩৩ বছর বয়সী রিয়াল ফরোয়ার্ড বলেন, ‘হার কখনই ভালো কিছু নয়। কারণ আমরা সত্যিই চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে রোমাঞ্চিত। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা কখনই হাল ছাড়ি না। আমরা শেষ পর্যন্ত সবটুকু দিয়ে লড়ব।’
বেনজেমা যোগ করেন, ‘এখন আমাদের বার্নাব্যুতে যেতে হবে এবং আমাদের সমর্থকদের এমন চেহারায় দেখতে চাই যা আগে কখনও দেখিনি। এবং আমরা জাদুকরী করতে যাচ্ছি, সেটা হলো জয়।’
ফরাসি স্ট্রাইকার রীতিমত স্বপ্নের ফর্মে রয়েছেন। বারবার রিয়ালের ত্রাতা হিসেবে আবির্ভূত হচ্ছেন তিনি। মঙ্গলবার রাতেও ১১ মিনিটে ২-০ গোলে পিছিয়ে পড়ার পর গোল করে দলকে লড়াই ফেরান বেনজেমাই।
সিটির বিপক্ষে জোড়া গোল করে এক মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪১ ম্যাচে ৪১ গোলের মালিক হয়েছেন তিনি। চ্যাম্পিয়নস লিগে ১৪ গোল করে আবার বায়ার্ন মিউনিখের রবার্ট লেভানদোভস্কির রেকর্ড ভেঙেছেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews