ছিনতাইয়ে জড়িত তিন ছাত্রলীগ কর্মী ঢাবি থেকে সাময়িক বহিষ্কার
গতকাল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
প্রথম নিউজ, ডেস্ক: ছিনতাইয়ে জড়িত থাকায় তিন ছাত্রলীগ কর্মীকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান গতকাল সাময়িক বহিষ্কার অনুমোদন করেন। গতকাল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন, অসদাচরণ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিন শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কারের অনুমোদন দেয়া হয়েছে।
বহিষ্কৃতরা হলেন- থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের বিজয় একাত্তর হল ছাত্রলীগের কর্মী ফজলে নাভীদ অনন, একই শিক্ষাবর্ষের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের মো: রাহাত রহমান (হাজী মুহম্মদ মুহসীন হল) এবং সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী সাদিক আহাম্মদ (বিজয় একাত্তর হল)।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: