ছোট ভাইয়ের মৃত্যু শোক সহ্য করতে না পেরে বড় ভাইয়ের মৃত্যু
আজ বুধবার সকালে নন্দীগ্রাম পৌরসভার দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
প্রথম নিউজ, বগুড়া: বগুড়ায় ছোট ভাইয়ের মৃত্যুর শোক সহ্য করতে না পেরে বড় ভাই মারা গেছেন। আজ বুধবার সকালে নন্দীগ্রাম পৌরসভার দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া ব্যক্তিরা হলেন- ইদ্রিস আলী প্রামানিক (৫৫) এবং আব্দুল কাতেব আলী প্রামানিক। সম্পর্কে তারা দুজন আপন চাচাতো ভাই।
বিষয়টি নিশ্চিত করেছেন নন্দীগ্রাম পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম অপু। তিনি জানান, বুধবার ভোরে ইদ্রিস বুকে ব্যথা অনুভব করেন। চিকিৎসার জন্য তিনি বাড়ি থেকে একা বের হন। এরপর ইদ্রিসের স্ত্রী বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর বাড়ির পাশে রাস্তার মাঝখানে তাকে পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন। এ ঘটনায় শোক সহ্য করতে না পেরে চাচাতো ভাই কাতেব আলীও বাড়িতে স্ট্রোক করে মারা যান।
তিনি আরও বলেন, ইদ্রিস ও কাতেব সব সময় একইসঙ্গে চলাফেরা করতেন। তাদের মধ্যে অনেক ভালো সম্পর্ক ছিল। একই দিনে তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews