চুয়াডাঙ্গায় কাঠ ব্যবসায়ীকে পিষে মারল ট্রাক
নিহত লিয়াকত আলী চুয়াডাঙ্গা শহরের মুক্তিপাড়ার মৃত জুমরাত আলী শেখের ছেলে। তিনি পেশায় কাঠ ব্যবসায়ী ছিলেন।
প্রথম নিউজ, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা শহরতলীর মাথাভাঙ্গা ব্রিজের অদূরে কাঁচামাল বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে লিয়াকত আলী শেখ (৬৫) নামে এক কাঠ ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার (১৯ ডিসেম্বর) রাত পৌনে ৮টার দিকে সীমান্ত পেট্রোলিয়াম তেল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লিয়াকত আলী চুয়াডাঙ্গা শহরের মুক্তিপাড়ার মৃত জুমরাত আলী শেখের ছেলে। তিনি পেশায় কাঠ ব্যবসায়ী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার রাতে তেল পাম্পের অদূরে কাঁচাবাজার করে মোটরসাইকেলযোগে শহরের দিকে ফিরছিলেন লিয়াকত আলী শেখ। তেল পাম্পের কাছে পৌঁছালে বাজারের ব্যাগের অতিরিক্ত চাপে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পাখি ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে সড়কের ওপর ছিটকে পড়েন। এ সময় তেলপাম্পের সামনে কাঁচামাল বোঝাই একটি ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে ঘটনার পরই ট্রাকের চালক ও তার সহকারী পালিয়ে যায়। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করে পুলিশ লাইন্সে পাঠায়।
নিহতের জামাই মতিয়ার রহমান মিলু বলেন, ট্রাক মালিকের সঙ্গে আলোচনা সাপেক্ষে আমরা বিষয়টি মীমাংসা করেছি। মরদেহ দাফনের প্রস্তুতি চলছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রাজিব পারভেজ ঢাকা পোস্টকে বলেন, লিয়াকত আলীকে হাসপাতালের আনার আগেই তার মৃত্যু হয়। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক ব্যক্তি নিহত হয়েছে বলে জেনেছি। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews