চুরি করা গরুর মাংস বিক্রি করতে গিয়ে চেয়ারম্যানের ভাতিজা আটক
আজ সোমবার ভোরে উপজেলা সদরের বড়বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
প্রথম নিউজ, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চুরি করা গরুর মাংস বিক্রির জন্য বাজারে নিয়ে যাওয়ার সময় কায়কোবাদ ভূইয়া নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আজ সোমবার ভোরে উপজেলা সদরের বড়বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। তবে তার কাছ থেকে কী পরিমাণ মাংস জব্দ করা হয়েছে, সেটি তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
কায়কোবাদ আখাউড়া উপজেলার ছোট কুড়িপাইকা গ্রামের আব্দুল আজিজ ভূইয়ার ছেলে। তার চাচা আবুল কাশেম ভূইয়া আখাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোর রাতে ছোট কুড়িপাইকা গ্রামের বাসিন্দা ফরিদ মিয়ার গোয়াল থেকে একটি গরু চুরি করেন কায়কোবাদ ও তার সহযোগীরা। পরে ওই গরু জবাইয়ের পর মাংস বিক্রির জন্য বস্তায় ভরে স্থানীয় বড়বাজারের মাংসের আড়তে নিয়ে যাচ্ছিলেন কায়কোবাদ। এ সময় সড়কে টহলরত পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে গরু চুরি করে আনার কথা স্বীকার করেন কায়কোবাদ। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews